চীনের ভিসা নিতে হলে বাংলাদেশিদের এখন থেকে অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট তারিখ লাগবে। ভিসার জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে ভিসা কার্ডের মাধ্যমে।
Advertisement
ঢাকায় চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বাংলাদেশিরা সাত ক্যাটাগরিতে চীনের ভিসা নিতে পারবেন। এই সাত ক্যাটাগরি হলো-
১. যাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা অফিসিয়াল কাজে নিয়োজিত, তারা ভিসা পাবেন।
Advertisement
২. যারা চীনে কাজ করতে চান তারা নিজের এবং পরিবারের সদস্যদের (জেড ভিসা), যারা বাণিজ্যিক কার্যক্রম করবেন (এম ভিসা) অথবা যারা ভ্রমণ করবেন (ভিজিট) তারা (এফ ভিসা) পাবেন।
৩. যারা পারিবারিক পুনর্মিলনের জন্য চীনে যেতে চান বা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান (কিউ ১ ভিসা, কিউ -২ ভিসা, এস-১ ভিসা, এস-২ ভিসা)।
৪. ক্রু সদস্য (সি ভিসা)।
৫. যারা উচ্চ-স্তরের দক্ষতার জন্য জরুরিভাবে চীনে যেতে চান (আর ভিসা)।
Advertisement
৬. জরুরি মানবিক কারণে যারা চীনে যেতে চান।
৭. অন্যান্য কর্মী যাদের চীনা কর্তৃপক্ষ চীনে যাওয়ার অনুমোদন দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চীনা ভিসা নিতে হলে দূতাবাসের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন সাবমিট ও অ্যাপয়েন্ট তারিখ নিতে হবে। ভিসা, মাস্টার কার্ড, চায়না ইউনিয়ন পে ও ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।
চীনা ভিসা নেওয়ার নতুন নিয়মাবলী এই লিংকে জানা যাবে
এইচএ/এমআরএম/জেআইএম