জাতীয়

অপরাধমুক্ত সমাজ কল্পনা করা যায় না : ডিএমপি কমিশনার

২০১৫ সালের একুশে বইমেলার আগেও সংবাদ সম্মেলনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু বইমেলা চলাকালে নৃশংসভাবে খুন হন লেখক অভিজিৎ রায়। চলতি বছরের অমর একুশে বইমেলার নিরাপত্তা নিয়েও রোববার সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় এক সাংবাদিক ডিএমপি কমিশনারের কাছে প্রশ্ন রেখে বলেন,  অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশের গাফলতি ছিল কিনা? এবার কিভাবে আরো নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে?’ ওই প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অপরাধমুক্ত সমাজ কল্পনা করা যায় না। বিদেশে দেখেন। তাদের অপরাধের সংখ্যা কত? আমাদের কত? আমাদের নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষজনক অগ্রগতি রয়েছে। অতীতের যে সব সমস্যার কারণে অভিজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল সেগুলো মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’ তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সময় বইমেলায় লাইটিংয়ের ঘাটতি ছিল তবে এবার পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বইমেলায় ফায়ার টেন্ডার ও লাইটিং ইউনিট মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এসব হত্যাকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ব্লগার হত্যার ঘটনায় কয়েকটি চার্জশিটও দেয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। এআর/একে/আরআইপি

Advertisement