গত এক দশকে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯২০ জন বেড়ে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের মানুষ ১২ হাজার ৬২৯ জন।
Advertisement
জনসংখ্যার গড় ঘনত্ব বা প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ১ হাজার ১১৯ জন। তবে সব থেকে জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন বসবাস করেন।
তবে সিটি করপোরেশনেগুলোর মধ্যে সব থেকে জনসংখ্যার ঘনত্ব কম রংপুর সিটি করপোরেশনে (রসিক)। রসিকে প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জনের বসবাস।
বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
Advertisement
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
বিবিএস-এর প্রতিবেদনে দেখা গেছে, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৪৮৪ জন, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ১৯৮১ সালে ৫৯০ জন, ১৯৯১ সালে ৭২০ জন, ২০০১ সালে ৮৪৩ জন, ২০১১ সালে ৯৭৬ জন এবং ২০২২ সালে ১ হাজার ১১৯ জন হয়েছে।
বিভাগভিত্তিক জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে ২ হাজার ১৫৬ জন বসবাস করেন। সবচেয়ে কম বরিশাল বিভাগে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৮ জন বসবাস করেন।
Advertisement
সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তরে প্রতি বর্গ কিলোমিটারে ৩০ হাজার ৪৭৪ জন বসবাস করেন। প্রতি বর্গ কিলোমিটারে চট্টগ্রামে ২০ হাজার ৭৬৭, খুলনায় ১৫ হাজার ৭৪৪, নারায়ণগঞ্জে ১৩ হাজার ৩৬১, সিলেটে ২০ হাজার ৯২, কুমিল্লায় ৮ হাজার ২৮৫, গাজীপুরে ৮ হাজার ১১৭, ময়মনসিংহে ৬ হাজার ৩১৫, রাজশাহীতে ৫ হাজার ৬৮৮ এবং রংপুরে ৩ হাজার ৪৪৪ জন বসবাস করেন।
সর্বাধিক জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন এবং সর্বনিম্ন বরিশাল সিটি করপোরেশনে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন।
এমওএস/এসএইচএস/ইএ/জেআইএম