জাতীয়

দেশে প্রতিবন্ধীদের অর্ধেকের বেশি পুরুষ

দেশে মোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ২৩ লাখ ৬১ হাজার ৬০৪ জন। যা মোট জনসংখ্যার ১ দশমিক ৪৩ শতাংশ। এর মধ্যে ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ জন পুরুষ আর ১ লাখ ২৭ হাজার ৪৯৯ জন নারী। মোট প্রতিবন্ধী জনসংখ্যার ১ দশমিক ৬৩ শতাংশ পুরুষ আর ১ দশমিক ২৩ শতাংশ নারী।

Advertisement

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী আর ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

প্রতিবেদনে জানানো হয়, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটে প্রতিবন্ধীর হার যথাক্রমে- ১ দশমিক ৬১ শতাংশ, ১ দশমিক ৩৪ শতাংশ, ১ দশমিক ০৮, ১ দশমিক ৭৭ শতাংশ, ১ দশমিক ৫৪ শতাংশ, ১ দশমিক ৬৪ শতাংশ, ১ দশমিক ৭৩ শতাংশ ও ১ দশমিক ৪৭ শতাংশ। সবচেয়ে বেশি প্রতিবন্ধিতা রয়েছে খুলনা বিভাগে ১ দশমিক ৭৭ শতাংশ আর সর্বনিম্ন ঢাকা বিভাগে ১ দশমিক ০৮ শতাংশ।

Advertisement

প্রতিবন্ধীদের মধ্যে অটিজম ৩ দশমিক ৭৮ শতাংশ, শারীরিক প্রতিবন্ধী ৩২ শতাংশ, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা ৯ দশমিক ৬৫ শতাংশ, দৃষ্টি প্রতিবন্ধিতা ১১ দশমিক ৪৬ শতাংশ, বাক প্রতিবন্ধিতা ৮ দশমিক ৬০ শতাংশ, বুদ্ধি প্রতিবন্ধিতা ৫ দশমিক ৯০ শতাংশ, শ্রবণ প্রতিবন্ধিতা ৫ দশমিক ০৭ শতাংশ, শ্রবণ–দৃষ্টি প্রতিবন্ধিতা শূন্য দশমিক ৫৮ শতাংশ, সেরিব্রাল পলিসি ১ দশমিক ২৪ শতাংশ, ডাউন সিন্ড্রোম ১ দশমিক ০৮ শতাংশ, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ১২ দশমিক ৫৭৯ শতাংশ ও অন্যান্য প্রতিবন্ধিতা ৯ দশমিক ০৯ শতাংশ।

এসএম/এসএইচএস/এমকেআর/এএসএম