নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্ল্যাটফর্মে আন্দোলন গড়তে ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
Advertisement
মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলীয় জোটের এই তিন শরিকের সঙ্গে আলাদাভাবে সংলাপ করেন।
ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট এমএ রকিব ১০ সদস্য নিয়ে সংলাপে আসেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহের। এছাড়া ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
তিনটি সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
Advertisement
সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছি তার অংশ হিসেবে আমরা আজকে তিনটি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা এই সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলতে একমত হয়েছি।
গত ২৪ মে থেকে বিএনপি সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। আজকের তিনটিসহ বিএনপি ১৪টি দলের সঙ্গে সংলাপ করেছে।
কেএইচ/এমএইচআর
Advertisement