খেলাধুলা

বিশাল জয়ে সম্ভাবনা টিকিয়ে রাখল উইন্ডিজ

আবারও ফিজি, আবারও প্রতিপক্ষের বড় জয়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সামনে অলআউট হয়েছিল ৭১ রানে। পরাজয় ২৯৯ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের সামনে অলআউট হয়েছিল ৮১ রানে। পরাজয় ৭ উইকেটে। এবারও ফিজি অলআউট হলো মাত্র ৭৮ রানে। পরাজয় ২৬২ রানের বিশাল ব্যবধানে। মজার বিষয় হলো, তিনটি ম্যাচেই ফিজি অলআউট হয়েছে ২৮তম ওভারে গিয়ে। প্রথম ম্যাচে ২৭.৩ ওভারে, দ্বিতীয় ম্যাচে ২৭.৪ ওভারে এবং তৃতীয় ম্যাচে এসে অলআউট হলো ২৭.৩ ওভারে।ফিজিকে পেয়ে অবশ্য শেষ আটের সম্ভাবনা টিকিয়ে রাখার সুযোগ পেলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয়ের কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা; কিন্তু ফিজির বিপক্ষে ২৬২ রানের বিশাল জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। শামার স্প্রিংয়ারের দুর্দান্ত সেঞ্চুরি ও গিড্রন পোপের অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টে প্রথম জয় পেলো ক্যারিবিয়ান যুবারা।ওয়েস্ট ইন্দিজের দেওয়া ৩৪১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ফিজি অনূর্ধ্ব-১৯ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছুতে পারে।সর্বোচ্চ ২৯ রান করেন পেনি ভুনিওয়াকা। ৪৯ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া সাইমনি তুইতোগা করান ১২ রান। ওয়েস্ট ইন্দিজের পক্ষে ২৪ রানে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার গিড্রন। এছাড়া আলজারি জোসেফ ৩টি ও কালিচরন ২টি উইকেট নেন।এর আগে রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার গিড্রন পোপ এবং টেভিন ইলমাচের দারুণ ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পায় তারা। ১২০ রানের জুটি গড়ে বড় রানের ভিত গড়ে দেন এ দুই ব্যাটসম্যান। এরপর স্কোরবোর্ডে আর ২০ রান তুলতে চার উইকেট হারিয়ে উল্টো চাপে পরে যায় ক্যারিবিয়ানরা।তবে পঞ্চম উইকেট জুটিতে জাইদ গুলিকে নিয়ে ১৫৭ রানের জুটি গড়ে দলকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন শামার স্প্রিংয়ার। ১০৯ বলের অনবদ্য ১০৬ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান। ১০টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন পোপ। ৭৭ বলে ১২টি চারের সাহায্যে ৭৬ রান করেন তিনি। এছাড়া ৭৫ বলে ৬৬ রান করেন গুলি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৪০ রানের পাহাড় গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।ফিজির পক্ষে ৫৯ রান দিয়ে একাই ৭টি উইকেটের ৬টি উইকেট নেন চাকাচাকা তিকুইসুভা।আরটি/আইএইচএস/এমএস

Advertisement