দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মানিকগঞ্জ পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.গাজী কামরুল হুদা সেলিম। তিনি বলেন, পৌরসভার মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাই দুর্নীতি করেন।রোববার দুপুরে মেয়র গাজী কামরুল হুদা সেলিম তার কয়েকশ’ কর্মী-সমর্থক নিয়ে প্রথমে হেঁটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পৌরসভার গেটে মেয়র-কাউন্সিলররা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মেয়র মো. গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি দুর্নীতিগ্রস্ত পৌরসভা হিসেবে পরিচিতি পেয়েছে। আমি এই পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে চায়। তিনি বলেন, দুর্নীতির জন্য এক নম্বরে মেয়র, দুই নম্বরে কাউন্সিলর ও তিন নম্বরে কর্মকর্তা-কর্মচারীরা দায়ী। ওয়াদা করতে চাই আমি কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতিমুক্ত থাকবেন। দুর্নীতিমুক্ত পৌরসভা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।মিলাদ মাহফিল শেষে মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। বি.এম খোরশেদ/এসএস/আরআইপি
Advertisement