রাজনীতি

প্রেসিডিয়াম বৈঠকে রওশনপন্থীরা অনুপস্থিত

জাপার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠকে উপস্থিত নেই বিরধীদলীয় নেতা ও দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদসহ বেশ কয়েকজন। রোববার দুপুর ১২টার দিকে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। জাপা সূত্র জানায়, দলের ৩৭ সদস্যের সভাপতিমণ্ডলীর এই বৈঠকে অন্তত ২৫ জন অংশ নিয়েছেন। অনুপস্থিত রয়েছেন রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক, মশিউর রহমান রাঙ্গা (দেশের বাইরে আছেন), জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম প্রমুখ।দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এরশাদ দলের সভাপতিমণ্ডলী (প্রেসিডিয়াম) ও সাংসদদের যৌথ সভা করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রওশনের অনুসারী কয়েকজন নেতার বিরোধিতার মুখে যৌথসভা করতে ব্যর্থ হয়ে কেবল প্রেসিডিয়াম বৈঠকে ডাকেন এরশাদ।গত ১৭ জানুয়ারি এরশাদ তার ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও ১৯ জানুয়ারি জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব পদ থেকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা দেন।এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখায় রওশন এরশাদের অনুসারীরাও। এসব টানাপোড়েনের মধ্যেই এরশাদের আহ্বানে রোববার সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হচ্ছে।এসএইচএস/এমএস

Advertisement