করোনাকালীন চাকরি হারানো ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Advertisement
মানববন্ধনে ছাঁটাই ও পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকাররা জানান, করোনাকালীন সময়ে যেসব ব্যাংকার চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিলো। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা বেশির ভাগ ব্যাংকই পালন করেনি। করোনাকালে অন্যায় ও অমানবিকভাবে বিভিন্ন বেসরকারি ব্যাংক কয়েক হাজার কর্মীকে পদত্যাগ করতে বাধ্য করে। যারা পদত্যাগ করেনি তাদের ছাঁটাই করা হয়।
বেআইনিভাবে পদত্যাগে বাধ্য ও ছাঁটাই করা কর্মকর্তাদের বহালের জন্য বাংলাদেশ ব্যাংক তদন্তপূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সার্কুলার (বিআরপিডি সার্কুলার নং-২১ তারিখ ১৬-০৯-২০২১) জারি করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা আবেদন করার পরও অনেক ব্যাংক কর্মীদের চাকরিতে বহাল করছে না। অন্যায় চাকরিচ্যুতিতে শিকার কয়েক হাজার অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশ ব্যাংক গত ১৬ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশনা দেয়, অথচ ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো। গত ১৫ জুন কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করে চাকরিচ্যুতির শিকার ব্যাংকাররা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জুলাই) আবারও মানববন্ধন করা হলো।
Advertisement
ইএআর/জেএস/এএসএম