প্যাচপ্যাচে গরমের পর বর্ষার আগমন প্রশান্তি নিয়ে আসছে জনমনে। তবে আগাম বার্তা ছাড়াই যখন তখন পড়তে হচ্ছে বৃষ্টির মধ্যে। ফলে সঙ্গে ছাতা না থাকলে ভিজে যাচ্ছেন। সঙ্গে ভিজছে স্মার্টফোনসহ, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস।
Advertisement
বর্তমানে প্রায় সবার কাছেই ল্যাপটপ এবং স্মার্টফোন আছে। বৃষ্টির পানিতে ক্ষতি হতে পারে ইলেকট্রনিক ডিভাইস এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বৃষ্টির পানি থেকে নিজেদের ইলেকট্রনিক ডিভাইস ঘরে এবং বাইরে সুরক্ষিত রাখতে পারবেন-
>> জিপ লক পাউচ ব্যবহার করতে পারেন। বর্তমানে সবার কাছেন স্মার্টফোন থাকে। বৃষ্টির পানিতে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টির এটি। স্মার্টফোন ওয়াটারপ্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ রিডিং হলেও সতর্ক হওয়ার প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো জিপ লক পাউচ ব্যবহার করা।
>> স্মার্টফোনের জন্য ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করতে পারেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ কভার পাওয়া যায়। তাই এ সময় বুদ্ধিমানের কাজ হবে নিজেদের গ্যাজেটের জন্য ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করা। এই ধরনের কভার একটু দামি হলেও তা ট্যাবলেট এবং অন্য ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
Advertisement
>> সিলিকা জেল প্যাকেট আপনার গ্যাজেটের ব্যাগে রেখে দিন। সিলিকা জেল ব্যাগের মধ্যে জমা ময়েশ্চার টেনে নেবে। এর ফলে ল্যাপটপ ময়েশ্চার-ফ্রি থাকবে। সিলিকা জেলের প্যাকেটের রং পরিবর্তন হয়ে গেলে সেটি বদলে ফেলুন।
>> ব্লুটুথ ইয়ারফোন ওয়াটার রেসিস্টেন্ট হলেও সেটি যত্ন করে ব্যবহার করা দরকার। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ওয়াটারপ্রুফ টিডব্লুসি ইয়ারফোন ব্যবহার করা।
>> ভেজা ডিভাইস কখনোই চার্জে বসাবেন না। এর ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট ড্যামেজ হতে পারে। এক্ষেত্রে নিজেদের হাতও যেন ভেজা না থাকে চার্জ দেওয়ার সময়।
কেএসকে/এএসএম
Advertisement