আমিরের দ্বিতীয় প্রত্যাবর্তনেও নিউজিল্যান্ড সফরটা ভালো হল না পাকিস্তানের। টি-টুয়েন্টি সিরিজে হারের পর এবার ওয়ানডে সিরিজেও হারের স্বাদ পেল পাকিস্তান। রোববার কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ২ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাককালামের দল। আর এতে ২-০ তে সিরিজ জিতল স্বাগতিকরা। এর আগে দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টিতে ভেসে গেলেও প্রথমটিতে বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের সামনে তিনশর কাছাকাছি চ্যালেঞ্জিং সংগ্রহ ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান।তবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম শূন্য রানে ফিরে গেলেও স্বাগতিকদের বিপদ বাড়তে দেননি মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। দুজনে ১৫৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। গাপটিল ৮ চার ও ৩ ছয়ে ৮১ বলে বলে ৮২ রানে ফেরার পর ৮৪ রানে দ্রুতই ফিরে যান উইলিয়ামসনও। নিজের ইনিংসটি ৯ চার ও ৩ ছয়ে ৮৬ বলে সাজিয়েছেন কিউইদের আগামীর অধিনায়ক।এরপর অবশ্য দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সাথে বৃষ্টির হানায় পরিবর্তিত লক্ষ্য একসময় পাকিস্তান শিবিরেও আশা জাগিয়েছিল। কিন্তু কোরি অ্যান্ডারসনের ৩ ছয়ে ৩৯ বলে ৩৫ সফরকারীদের সেই আশা শেষ করে দেয়। শেষদিকে লুক রঞ্চির ২০ ও মিচেল স্যান্টেনারের ১০ রানে ম্যাচই জিতে নেয় কিউইরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও আজহার আলী ২টি করে উইকেট নিয়েছেন।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হাফিজ ও বাবর আজমের ব্যাটে ৪৭.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৯০ রান করে সফরকারী পাকিস্তান। তবে অধিনায়ক আজহার আলি ৩ ও আহমেদ শেহজাদের ১২ বিদায়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। এরপরই হাফিজ ও বাবরের ব্যাটে শক্ত প্রতিরোধ গড়ে সফরকারীরা।টপ অর্ডারের এই দুই ব্যাটসম্যান এসময় ১৩৪ রানের জুটি গড়েন। ৫টি করে চার-ছয়ে ৬০ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে হাফিজ ফিরে গেলে ভাঙে এই জুটি। পরে শোয়েব মালিককে নিয়ে ৬১ রানের আরেকটি দারুণ জুটি গড়েন বাবর। মালিক ৩২ বলে ফেরার পর অবশ্য ৮৩ রানে দ্রুতই ফিরে যান তিনি। নিজের ইনিংসটি ১০ চার ও ১ ছয়ে ৭৭ বলে সাজিয়েছেন বাবর।শেষদিকে অবশ্য আর কেউ বড় কোন অবদান রাখতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান ১৬ ও ওয়াহাব রিয়াজ ১১ রান করে ফেরেন। কিউইদের হয়ে অ্যাডাম মিলনে ৩টি ও ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরি দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মার্টিন গাপটিল।এমআর/এমএস
Advertisement