`ব্যবসায় শিক্ষা শাখায় আবশ্যিক বিষয়ক` উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা কিমিটির শিক্ষকবৃন্দ। রোববার দুপুর ১২টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি প্রভাষক শাহরিয়ার ইকবাল।এ সময় কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক রিপন কুমার, প্রভাষক আফরোজা আকতার, রাসেল, আব্দুর রহমান, নাজমুল হক, শফিউল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বিষয়গুলো বাধ্যতামূলক করার পর থেকে এমপিওভুক্ত কলেজে শত শত নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। প্রভাষক পদে এমপিওভুক্তির জটিলতা নিরসনের দাবি জানান তারা।আব্বাস আলী/এসএস/আরআইপি
Advertisement