জাগো জবস

টাইম স্কেল ও উচ্চতর গ্রেডে অসমতা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বিনীত অনুরোধ, ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে যাতে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা ও কর্মচারী সমভাবে লাভবান হতে পারেন, আপনি নিজে তা নিশ্চিত করুন। অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত ঘোষণা করায় বড় রকম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখলে একজন কর্মকর্তা বা কর্মচারী চাকরির প্রথম আট বছর পূর্তিতে একটি টাইম স্কেল ও চাকরির ১২ বছর পূর্তিতে আরো একটি এবং চাকরির ১৫ বছর পূর্তিতে আরো একটি টাইম স্কেল অর্থাৎ পুরো চাকরিজীবনে মোট তিনটি টাইম স্কেল পেতেন। অন্যদিকে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে উচ্চতর গ্রেড চালু করায় একজন কর্মকর্তা বা কর্মচারী চাকরির প্রথম ১০ বছর পূর্তিতে একটি উচ্চতর গ্রেড স্কেল এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরো একটি উচ্চতর গ্রেড স্কেল পাবেন। অর্থাৎ এই ব্যবস্থায় পুরো চাকরিজীবনে মাত্র দুটি উচ্চতর গ্রেড পাবেন। টাইম স্কেল ও উচ্চতর গ্রেড স্কেলের এই অসমতার কারণে কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই ক্ষতি মেনে নেওয়ার মতো নয়। তা ছাড়া কিছু পদ আছে যেগুলোতে পদোন্নতি পেতে পেতে চাকরি শেষ হয়ে যায়। পদোন্নতি না পেলে কর্মচারীদের মধ্যে কাজেও গতি আসে না। এ অবস্থায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিকল্প উচ্চতর গ্রেড স্কেল হতে পারে না। তা ছাড়া ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত কোনো কর্মকর্তা ও কর্মচারীর সিলেকশন গ্রেড, টাইম স্কেল, ইনক্রিমেন্ট ও বার্ষিক বেতন বৃদ্ধি সংক্রান্ত যে আদেশ রয়েছে এ থেকেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অষ্টম জাতীয় বেতন স্কেলের ঘোষণায় দেখা যায়, একই পদে নিযুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী চাকরির আট বছর পূর্তি করে একটি টাইম স্কেল পেয়ে যে মূল বেতন দাঁড়ায় অপর একজন সিনিয়র কর্মকর্তা বা কর্মচারী চাকরির ১১ বছর ১১ মাস ২৯ দিন পূর্তিতেও তাঁর মূল বেতন ওই জুনিয়রের সমান হয়ে যায়। অনুরূপভাবে ওই জুনিয়র কর্মকর্তা বা কর্মচারী চাকরির ১২ বছর পূর্তিতে আরেকটি টাইম স্কেল পেয়ে যে মূল বেতন পাচ্ছেন ওই সিনিয়র কর্মকর্তা বা কর্মচারী, চাকরির ১৪ বছর ১১ মাস ২৯ দিন পূর্তিতেও সেই জুনিয়র কর্মকর্তা বা কর্মচারীর সমান মূল বেতন পাচ্ছেন। অর্থাৎ এক দিনের জন্য ওই সিনিয়র কর্মকর্তা বা কর্মচারী একটি টাইম স্কেল পুরো চাকরিজীবন থেকে বঞ্চিত হলেন। একই পদে নিযুক্ত হয়েও সিনিয়র কর্মকর্তা বা কর্মচারী জুনিয়রের সমতুল্য হয়ে গেলেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বহাল রাখলে এ সমস্যার সৃষ্টি হতো না। তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাশা করছি।লেখক: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।এসইউ/এমএস

Advertisement