অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে আরও দুই কনটেইনার মদের চালান আটক

আইপি জালিয়াতি করে মিথ্যা ঘোষণায় আমদানি করা আরও দুই কনটেইনার মদের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

Advertisement

সোমবার (২৫ জুলাই) বিকেলে কাস্টমসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) ও পিসিইউ (পোর্ট কন্ট্রোল ইউনিট) শাখা কনটেইনার দুটি জব্দ করে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

তিনি জানান, নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের নামে প্যাকেজিংয়ের উপকরণ ঘোষণায় একটি ও বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে টেক্সটাইল সুতা ঘোষণায় আরেক কনটেইনার মদ আমদানি করা হয়। চালান দুটিতেই আইপি জালিয়াতি করা হয়। তবে দুই চালানেই বিল অব এন্ট্রি দাখিল হয়নি।

Advertisement

এর আগে রোববার (২৪ জুলাই) সকালে সুতা আমদানির ঘোষণা দিয়ে বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে আনা ১৫ হাজার ২০৪ লিটার মদের চালান আটক করে চট্টগ্রাম কাস্টমস। কাস্টমসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) শাখার টিম বন্দরের ৫ নম্বর শেডে থাকা মদভর্তি কনটেইনারটি জব্দ করে।

চালানটিতে ১২ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয় বলে জানান কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

Advertisement