রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তি উচ্ছেদে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্টে জারি করা রুল নিস্পত্তিরও নির্দেশ দেয়া হয়েছে। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন, ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার সারা হোসেন।এর আগে গত ২১ জানুয়ারি কল্যাণপুরের পোড়া বস্তি উচ্ছেদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে গত ২৪ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আদেশ দেন। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।গত ২১ জানুয়ারি গৃহায়ণ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার ও উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।আইনজীবী সূত্রে জানা যায়, ২০০৩ সালে পোড়া বস্তিতে উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে আইন ও সালিশ কেন্দ্র, কোয়ালিশন ফর আরবার পুওর এবং দুইজন বস্তিবাসী হাইকোর্টে রিট আবেদন করেন।একই বছরের ২৮ ডিসেম্বর কল্যাণপুরের পোড়া বস্তিতে স্থিতিবস্থা জারি করেন হাইকোর্ট।পরে ২০০৬ সালে মামলার বাদী উচ্ছেদ কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন আদালত। বিভিন্ন সময় এই স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।২০০৭ সালের ১৭ জানুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বস্তি নিয়ে মূল মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে রায় দেন।হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও আবার নতুন করে পোড়া বস্তি উচ্ছেদ অভিযান শুরু করলে বিষয়টি নিয়ে আদালতে আসেন রিটকারীর আইনজীবীরা। শুনানি শেষে আদালত উচ্ছেদ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।এফএইচ/এসএইচএস/আরআইপি
Advertisement