রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন- বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিন (৫৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা আফসার আলী (৭৫)।
এর আগে শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে ছয়জন মারা গেছেন। ফলে গত তিনদিনে হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে।
Advertisement
রামেক হাসপাতালের পরিচালক জানান, করোনা সংক্রমণে মারা যাওয়া ইসলাম উদ্দিন দুদিন আগে উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। অন্যদিকে আফসার আলী করোনার উপসর্গ নিয়ে একদিন আগে হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৫০টি নমুনা পরীক্ষায় আটটিতে করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৬ শতাংশ। হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন তিনজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান একজন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন একজন।
আরএইচ/জেআইএম
Advertisement