শিশু রাতুল হত্যাকাণ্ডে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ শাস্তির দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ৩০ মে বরগুনার আমতলী থানার চুনাখালী গ্রামে চার বছরের শিশু রাতুলকে হত্যা করে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রাখা হয়। বিষয়টি নিয়ে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, ইতোমধ্যে সারাদেশে বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে। যা প্রতিরোধে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মিলন হাওলাদার, সংগঠনের সদস্য বাহারানে সুলতান বাহার, মঈন উদ্দিন চৌধুরী লিটন, শাহ আলম চুন্নু, ইয়াসমিন আক্তার সিমা প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/এমএস
Advertisement