যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সামি আসলামের (১৬৯৫) চেয়ে ৬২ রানে পিছিয়ে ছিলেন এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ডটি নিজের করে নিলেন টাইগার এই ব্যাটসম্যান। ৭১ রান নিয়ে ব্যাট করছেন এই ব্যাটসম্যান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন শান্ত। বাংলাদেশের হয়ে প্রথম কোন ব্যাটসম্যান যার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রান ১৬০০’র বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এদিকে নাজমুল হোসেন শান্তর সঙ্গে রেকর্ডের দিনে আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন তিনি। তার সামনে ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে রয়েছেন পাকিস্তানি ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ওয়াসিমের পেছনে বাংলাদেশ দলের অধিনায়ক।তবে বিশ্বকাপে খেলতে নেমে ইতোমধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন মিরাজ। টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে টানা দুইবার দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ। এমআর/এমএস
Advertisement