ধাঁধা :১. ‘কালো কিন্তু কাক নয়, শক্ত কিন্তু ধাতব নয়। পেট কাটলে ফল বেরোয়, সবটাতেই জ্বালানী হয়।’২. ‘কালো কালো ছেলে-মেয়ে বালি পানি খায়, বড় বড় গাছের সঙ্গে যুদ্ধ করতে যায়।’৩. ‘কালো রঙের মৃত ঘোড়া তৈরি লোহার কাঠে। জন্ম থেকে মরণ পর্যন্ত পানি দিয়ে হাঁটে।’৪. ‘কালো পাথর গলায় দড়ি, রাত হলেই খোঁজ করি।’উত্তর :১. কয়লা২. ঝিনুক৩. নৌকা৪. কেরোসিনের বোতলএসইউ/এমএস
Advertisement