চীনের তৈরি কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদরা। দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রম বিশেষ করে বুস্টার ডোজের হার আরও বাড়াতে রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
Advertisement
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-প্রধান জেং ইশিন বলেন, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের ওপর শীর্ষ কর্মকর্তাদের আস্থা রয়েছে। শি জিনপিং এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের চীনা ভ্যাকসিন গ্রহণ থেকে সেটাই প্রমাণ হয়েছে।
যদিও এ ধরনের শীর্ষ নেতাদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় খুব একটা প্রকাশ্যে আনা হয় না। তবে এবার চীনা ভ্যাকসিনের প্রচারণার জন্যই শীর্ষ নেতাদের ভ্যাকসিন নেওয়ার খবর ঢালাও করে প্রচার করা হচ্ছে।
জেং ইশিন জানিয়েছেন, সব নেতাই চীনের নিজস্ব ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। শীর্ষ নেতারা মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কাজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং দেশে তৈরি কোভিড প্রতিরোধী ভ্যাকসিনের ওপর তাদের যথেষ্ট আস্থা রয়েছে।
Advertisement
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকেই জিরো কোভিড নীতি অনুসরণ করছে চীন। এরই অংশ হিসেবে গণহারে টেস্টিং, কঠোর আইসোলেশন এবং লকডাউন জারি রেখেছে দেশটি।
ফলে অন্যান্য দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণে মৃত্যু কমিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু দেশটির অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই বলে আসছেন যে, জিরো কোভিড নীতির বিকল্প কিছু নেই।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬৭ হাজার ৬১৯। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ৬৪৭ জন।
টিটিএন/জেআইএম
Advertisement