রেলওয়ের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও তার সমর্থকদের কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
Advertisement
শনিবার (২৩ জুলাই) রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাদের বাধা দেন। তারা স্টেশনের সব ফটক বন্ধ করে দেন। কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে না দেওয়ায় পরে রনি ও তার সমর্থকরা প্রবেশপথে অবস্থান নেন। তারা স্লোগানে স্লোগানে রেলওয়ের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানাতে থাকেন।
কর্মসূচি কিছুক্ষণ চলার পর সেখানে রনি ও তার সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন কয়েকজন যুবক। পচা ডিম রনির গায়ে না লাগলেও তার পাশে থাকা দুই সমর্থকের শরীরে পড়ে।
রনির সঙ্গে আন্দোলনরত একজন জানান, কয়েকজন যুবক পচা ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। দুজনের শরীরে লেগেছে তাদের ছোড়া ডিম।
Advertisement
আন্দোলনরত আরেকজন বলেন, ‘রনি ও আমরা ভেতরে ঢুকতে চাইলেও আরএনবি ও আনসার সদস্যরা ঢুকতে দেননি। তাই আমরা গেটের সামনে বসেছি। এসময় আশপাশের কিছু লোক নষ্ট ডিম নিক্ষেপ করেছে। প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।’
মহিউদ্দিন রনি বলেন, ‘যতদিন দাবি আদায় না হবে, ততদিন আমার অবস্থান কর্মসূচি চলবে। যত বাধা আসুক, প্রতিবাদ কর্মসূচি বন্ধ হবে না।’
ইএআর/এএএইচ/জেআইএম
Advertisement