জাতীয়

‘চবিতে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক অবক্ষয়ের নমুনা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী যৌন নিপীড়নের ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের নমুনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান। তিনি বলেন, এসব ঘটনার সঠিক বিচার না হওয়ার কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে।

Advertisement

শনিবার (২৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নারী আন্দোলনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিতা রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রভাবশালী শিক্ষকরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ফলে এসব অপরাধ আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটেছেই। এ অবস্থা বন্ধ করতে না পারলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে।  

Advertisement

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করায় র‍্যাব-৭কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেনো এ অপরাধীরা পার না পেয়ে যায়। প্রশাসনকে এ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় আরও বক্তব্য দেন নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, যুগ্ম সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান, কেন্দ্রীয় নেত্রী কবি আইরিন আক্তার দিবা, তাহমিনা রহমান, আফরোজা আক্তার প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

Advertisement