দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

করোনা উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (২৩ জুলাই) হাসপাতাল থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই তিন রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালের ৩০নং ওয়ার্ডে তারা ভর্তি ছিলেন। তাদের করোনা উপসর্গ ছিল।

Advertisement

এর আগে গত ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে আ স ম আ মান্নান (৮৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ১২ জুলাই ৩০নং ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০নং ওয়ার্ডে ২৪টি শয্যা আছে। সেখানে করোনা উপসর্গ নিয়ে চারজন ও করোনা আক্রান্ত চার রোগী ভর্তি রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আরটি–পিসিআর ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন করোনা শনাক্ত হয়েছেন।

এএইচ/জেআইএম

Advertisement