ভারতের চার কোটির মতো মানুষ করোনা প্রতিরোধে সিঙ্গেল ডোজও নেননি বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। শুক্রবার (২২ জুলাই) লোকসভায় এ তথ্য জানান তিনি।
Advertisement
তিনি লিখিত এক বক্তব্যে জানান, দেশটির সরকার বিনামূল্যে করোনার টিকা কার্যক্রম চালাচ্ছে। গত ১৮ জুলাই পর্যন্ত ১৭৮ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৬৬ ডোজ টিকা (৯৭ দশমিক ৩৪ শতাংশ) দেওয়ার নিবন্ধন করা হয়েছে।
দেশটির কতজন মানুষ সিঙ্গেল ডোজ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৮ জুলাই পর্যন্ত ৪ কোটি মানুষ করোনার কোনো সিঙ্গেল ডোজও নেননি।
স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনারসহ ৬০ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। ১৫ জুলাই থেকে সরকারি টিকা কেন্দ্রে ১৮ বছর বা তার বেশি বয়সী সকলকে সতর্কতামূলক ডোজ পরিচালনার জন্য একটি বিশেষ ৭৫ দিনের অভিযান শুরু হয়েছে।
Advertisement
ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য সরকারের আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে কোভিড সতর্কতা ডোজ গ্রহণ বাড়ানোর লক্ষ্যে ‘কোভিড টিকাদান অমৃত মহোৎসব’ হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের ৯৮ শতাংশ বয়স্ক ব্যক্তি অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। বলা হচ্ছে, ৯০ শতাংশ মানুষ পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করেছেন।
করোনা মহামারিতে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে দেশটি। এখনো সংক্রমণ ঘটছে। টানা তিন দিনে ভারতে দৈনিক সংক্রমণ ২১ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হন ২১ হাজার ৪শ ১১। গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গেছেন ৬৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২৮ হাজার ৫৬০ জনে।
সূত্র: এনডিটিভি
Advertisement
এসএনআর/এএসএম