দেশজুড়ে

রূপগঞ্জে খুঁটি থেকে পড়ে ডিস লাইনম্যানের মৃত্যু

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর এলাকার জাকারিয়া নামে এক ডিস লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বিকেলে রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জাকারিয়া রূপগঞ্জ সদর এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে।এদিকে, ডিস লাইনম্যান জাকারিয়ার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর উদ্দেশ্যে সন্ধ্যায় রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ডিস লাইনের কাজ করার উদ্দেশ্যে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সামনের একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন জাকারিয়া। তখন প্রায় ৩০ ফুট উঁচু থেকে হঠাৎ করে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মীর আব্দুল আলীম/এমজেড/বিএ

Advertisement