জরায়ুমুখে ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ‘জননীর জন্য পদযাত্রা’ শীর্ষক শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালিত হয়।জরায়ুমুখের ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিএসএমএমইউয়ের ‘সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পসহ আরো কয়েকটি সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, ‘সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, চিফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম প্রমুখ অংশ নেন।এমইউ/একে/আরআইপি
Advertisement