ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিজিবির উপর গরু ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। এসময় বিজিবি সদস্যরা তিন রাউন্ড গুলি বর্ষণ করলে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম নামে এক চায়ের দোকানদার নিহত হন।এ ঘটনায় আহত হন আব্দুল খালেকের পুত্র ফিরোজ (৪০) ও আজিবর রহমানের ছেলে বাবলু (৩৫)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিজিবি বেশ কয়েকটি গরু, রাম দা, লাঠি-সোটা উদ্ধার করেছে।বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সন্ধ্যায় সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিল। সেসময় ভারত থেকে অবৈধভাবে একদল ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।তখন সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠি-সোটা, রাম দা নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে রফিকুল ঘটনাস্থলেেই নিহত হন।এআরএ/আরআইপি/বিএ
Advertisement