দেশজুড়ে

দুই স্কুলছাত্র হত্যায় মির্জাপুরে মামলা দায়ের

টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্রের হত্যার ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে। শনিবার বিকেলে নিহত স্কুলছাত্র শাকিলের মা মোছা. জোৎস্না বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। ধারা ৩০২/২৪। পুলিশ সুত্র জানান, গত বুধবার দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন বাড়ির পাশে মির্জাপুর উপজেলার হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে আসে। কিন্তু তারা আর বাড়ি ফিরে যায় নি। পরের দিন বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি (এই নম্বর দিয়ে ০১৯৬৬-৮২০১৮৬) শাকিলের বড় বোন দিলরোবার কাছে ফোন করে শাকিলের আম্মা জোৎস্না বেগম কোথায় জানতে চায়। মা গোসলে থাকার কথা জানালে অপর প্রান্ত থেকে ফোন বন্ধ করে দেয়। গোসল শেষে শাকিলের আম্মা ওই নম্বরে বার বার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। পরবর্তীতে একই নম্বর থেকে ইমরানের চাচা তারা মিয়ার কাছে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে আবার ফোন বন্ধ করে দেয়। অপহরণ করে মুক্তিপণ দাবির এ ঘটনাটি ধামরাই থানার ওসিকে জানানো হয় বলে শাকিলের ছোট চাচা মির্জাপুর উপজেলার শশধরপট্রি গ্রামের বাসিন্দা উজ্জল মিয়া ও দেলোটিয়া গ্রামের বাসিন্দা আমিনুর রহমান জানিয়েছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা অভিযোগ করেন। এদিকে গতকাল শুক্রবার সকালে চর চৌহাট গ্রামের কয়েকজন লেবু ব্যবসায়ী মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ময়ুরভাঙ্গা মৌজার আব্দুর রশিদের লেবু বাগানে লেবু তুলতে গিয়ে দুটি লাশ পরে থাকতে দেখে তারা লেবু না তুলেই ফিরে আসে। পরে তারা চৌহাট এলাকায় গিয়ে লাশ পরে থাকার বিষয়টি জানালে এলাকাবাসী শুক্রবার বিকেলে ওই লেবু বাগানে গিয়ে লাশ দুটি চিহ্নিত করেন এবং পুলিশকে খবর দেয়। পরে রাতে মির্জাপুর থানা পুলিশ হতভাগ্য ওই দুই কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাকিল এবং ইমরানের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাদ এশা তাদের নামাজে জানাজা শেষে চর চৌহাট গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল আলম বলেন, হত্যাকাণ্ড দুটি খুব বেশি পাকা হাতের কাজ নয় বলে জবাইয়ের ধরন দেখে তার ধারণা হচ্ছে। আহমেদ রাসেল/এমএএস/আরআইপি

Advertisement