খেলাধুলা

বড় জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৪৩ হারিয়ে ইতোমধ্যেই মূল পর্বে খেলার পথ অনেকটাই সহজ করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের এবারের মিশন স্কটল্যান্ড। তুলনামূলক দুর্বল হলেও, আগের ম্যাচেই নামিবিয়ার কাছে হারা স্কটিশদের বিপক্ষে বড় জয় তুলতে চায় বাংলাদেশের যুবারা। দলের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এমনটাই জানালেন আজ।শনিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে অনুশীলন শেষে সাইফুদ্দিন বলেন, ‘দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে, অবশ্যই রান রেটের কিছু ব্যাপার-স্যাপার থাকে; আমরা চাইব জয়টা যেন একটু বড় হয়। এ লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’তবে প্রতিপক্ষকে মোটেও খাটো করে দেখছেন না তিনি। এ প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, ‘প্রথম ম্যাচটি জিতেছি; আমাদের দলের আত্মবিশ্বাস এখন উঁচুতে। তাই বলে পরের ম্যাচগুলো খাটো চোখে দেখছি না। জয় ছাড়া কোনো কিছুই এখন আমাদের ভাবনায় নেই। কোনো ম্যাচ হাল্কাভাবে নেওয়া উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনযোগ দিয়ে খেলেছি, সে মনযোগ দিয়েই আমরা কালকের (রোববারের) ম্যাচ খেলব।’এর আগে বাংলাদেশের এই দলটি স্কটল্যান্ডের বিপক্ষে খেলেনি। তাই অপরিচিত প্রতিপক্ষ নিয়ে সাবধানী বাংলাদেশ দল। এ প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, ‘স্কটল্যান্ড নতুন দল। ওদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ওদেরকে আমরা চিনি না। ওদের সঙ্গে আমরা কোনো হোম এন্ড অ্যাওয়ে ম্যাচও খেলিনি। যতটুকু ধারণা টিমটা নিশ্চয়ই ভালো হবে। সুতরাং, শতভাগ দিয়েই আমাদের খেলতে হবে।’দলগত পারফরম্যান্সকেই বড় করে দেখছেন সাইফ। তবে পাশাপাশি নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানান সাইফ। এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের রোলটা ছিল ভালো বোলিং করা। যেহেতু আমাদের স্পিন অ্যাটাক আছে। স্যাররা আমাদেরকে বলছে আমরা যেন রানটা প্রথম দশ ওভারে একটু চেক দেই। আমরা করছি; মোটামুটি পারছি। এজন্য দক্ষিণ আফ্রিকাকে তাড়াতাড়ি অলআউট করতে পারছি।’আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement