আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নতুন প্রজন্মকে আগুন সন্ত্রাসী ও অপরাজনীতির ধারক বাহকদের বয়কটের আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন ও দেশ মাতৃকার উন্নয়ন বিরোধীদেরকে প্রতিহত করতে নারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোকে দেশকে এগিয়ে নিতে হবে।তিনি আরো বলেন, সরকার নারী সমাজের ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও সুশিক্ষিত দক্ষ নারী সমাজ উপহার দিতে বাজেটে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্ধ দিয়ে আসছে। এসব উদ্যোগের কারণে লালমাটিয়া মহিলা কলেজ আজ দেশের মডেল নারী বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখে আসছে। তিনি এ অগ্রযাত্রা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান। পরে তিনি কলেজটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন, দোয়া মাহফিল, নবনির্মিত ছাত্রী হোস্টেল ও অডিটোরিয়াম ভবন পরিদর্শন এবং একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর করেন। কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান, শিক্ষা প্রকৌশল অধিদফতর ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী মির্জা নজরুল ইসলাম ও অধ্যক্ষ আব্দুস সালাম হাওলাদার। এএসএস/এএইচ/আরআইপি
Advertisement