আন্তর্জাতিক

বিচ্ছেদ হয়ে গেল বাঘ-ছাগলের সেই বন্ধুত্ব (ভিডিও)

বন্ধু বিচ্ছেদ! মানুষের ক্ষেত্রে এটি হরহামেশাই হয়ে থাকে। কিন্তু এবার শেষ হয়ে গেল আমুর আর তিমুরের সাড়া জাগানো সেই বন্ধুত্ব! আমুর আর তিমুরকে মনে আছে তো? সাইবেরিয়ান বাঘ আমুর আর পাহাড়ি ছাগল তিমুরের বন্ধুত্ব এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছিল। সেই বন্ধুত্বের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। তাদের দীর্ঘদিনের এই বন্ধুত্বের ইতি ঘটল শুক্রবার। মারামারি করার কারণে আলাদা স্থানে রাখা হয়েছে তাদেরকে। বন্ধুত্বের শুরুটা হয়েছিল বেশ অদ্ভুতভাবে। সাইবেরিয়ার ফার ইস্ট জু`র সাফারি পার্কে আমুরের খাবার হিসেবেই আনা হয়েছিল তিমুরকে। কিন্তু আমুরের এলাকায় ঢুকে ভয়ে পালাবার বদলে বিশাল বাঘকেই ছোট্ট করে শিং দিয়ে আঘাত করে তিমুর। ওই এক আঘাতেই ম্যাজিক! পাল্টা আক্রমণ করা তো দূরের কথা, দশাসই চেহারার বাঘ আমুর রীতিমত ফ্যান হয়ে যায় তিমুরের। শুরু হয় তাদের বন্ধুত্ব। এক সঙ্গে খেলে বেড়ানো, বসবাসের ভিডিও হয়ে ওঠে সুপারহিট। সাফারি পার্ক কর্তৃপক্ষ বলছে, কয়েক দিন ধরেই আমুরকে ভীষণ জ্বালাতন করছিল তিমুর। যখন তখন ঝাঁপিয়ে পড়ছিল আমুরের ঘাড়ে। ইচ্ছে মতো লাথি মারছিল। বন্ধুত্বের খাতিরে বেশ কিছু দিন এই অত্যাচার সহ্য করে গেছে সাইবেরিয়ান টাইগার। শুক্রবার তার ধৈর্যের বাঁধ ভাঙে। তবে বেশি কিছু করেনি। সবক শেখাবার জন্য প্রচণ্ড বিরক্তিতে তিমুরের ঘাড় চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়।আমুরের সেই আবাসস্থলে ঢুকে পড়ে তিমুরকে সরিয়ে নিয়ে যান পার্কের কর্মকর্তরা। আহত তিমুরের চিকিৎসা শেষে চলছে।এসআইএস/আরআইপি

Advertisement