ক্যাম্পাস

বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে ‘যৌন হেনস্তার শিকার’ চবি ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হেনস্তা ও তার বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।

Advertisement

এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে। অন্যান্য সদস্যরা হলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটতে যান ওই ছাত্রী। এ সময় অজ্ঞাত পাঁচ তরুণ তাদের পথ আটকে জেরা করতে থাকেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা মারধর, যৌন হেনস্তার শিকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করেছেন ওই ছাত্রী।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলমান আছে। উপাচার্যের নেতৃত্বে হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডিকে নিয়ে বৈঠক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে। এছাড়া রাত ১০টার মধ্যে মেয়েদেরকে হলে প্রবেশের জন্য বলা হয়েছে।

রোকনুজ্জামান/এফএ/জেআইএম