জাগো জবস

৪ পদে ২৩ জনকে চাকরি দেবে বিএনএইচ

বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের অধীনে ‘সার্ভে অব ভাস্কুলার ফ্লোরা অব চিটাগং অ্যান্ড দ্য চিটাগং হিল ট্রাক্টস’ প্রকল্পে ২ বছরের জন্য জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম (বিএনএইচ) প্রকল্পের নাম: সার্ভে অব ভাস্কুলার ফ্লোরা অব চিটাগং অ্যান্ড দ্য চিটাগং হিল ট্রাক্টসপদের বিবরণআবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bnh.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, সার্ভে অব ভাস্কুলার ফ্লোরা অব চিটাগং অ্যান্ড দ্য চিটাগং হিল ট্রাক্টস প্রকল্প, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম (বিএনএইচ), চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬।আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০১৬সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৩০ জানুয়ারি ২০১৬এসইউ

Advertisement