অর্থনীতি

ভলভো-আইসারের পণ্যবাহী নতুন গাড়ি বাংলাদেশে

পণ্যবাহী গাড়ি তৈরি ও বাজারজাত করণে পরিচিত ব্র্যান্ড ভারতের ভলভো-আইসার। প্রতিষ্ঠিত ব্র্যান্ড ভলভো ও আইসার মিলে হয়েছে ভলভো-আইসার বাণিজ্যিক লিমিটেড। এবার ভলভো-আইসারের পণ্যবাহী গাড়ি নতুন ভাবে আসছে বাংলাদেশের বাজারে। বাংলাদেশে এই ব্র্যান্ডের এজেন্ট রানার গ্রুপ বিশেষ ধাচের এই গাড়িগুলো বাজারজাত করবে।জানা গেছে, আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ভলভো-আইসারের পণ্যবাহী গাড়ির (ট্রাক, লরী, পিকআপ ভ্যান) যাত্রা শুরু হবে।এ বিষয়ে জানতে চাইলে রানার গ্রুপের সহকারি ব্যবস্থাপক মো. একরামুল হক জাগোনিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই আইসারের বাণিজ্যিক গাড়ি রানার বাংলাদেশের বাজারে বিক্রি করছে। গাড়িগুলোর ইঞ্জিনসহ কাঠামোর আধুনিকায়ন করে নতুন করে বাজারজাত করা হয়েছে। এবার বাংলাদেশের বাজারে রানার গাড়িগুলো বিক্রি শুরু করবে।তিনি আরও জানান, ভলভো-আইসার বাণিজ্যিক লিমিটেডের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এনামুয়েল লেভাচার, ভাইস প্রেসিডেন্ট অনুরাগ ভোহরা এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান আনুষ্ঠানিক ভাবে নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।উল্লেখ্য, ভলভো-আইসারের এই নতুন গাড়িগুলো বহন ক্ষমতা থাকবে ৫টন থেকে ৪৯ টন।এসএ/আরএস

Advertisement