খেলাধুলা

আয়ারল্যান্ডকেও উড়িয়ে দিল নেপাল

আগের ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেবার পর এবার আয়ারল্যান্ডকে হারিয়ে মূল পর্বে খেলার পথে এক পা দিয়ে রাখলো নেপাল অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে উপমহাদেশের এই সহযোগী দেশটি।আয়ারল্যান্ড যুবাদের দেওয়া ১৩২ রানের লক্ষে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোন রান না করতেই সন্দীপ সুনারকে হারায় নেপাল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৫ রান সংগ্রহ করে সুনীল ধামালেকে নিয়ে প্রাথমিক চাপ সামলে নেন জুগেন্দ্র সিং কার্কি। ১৪তম ওভারে ধামালা আউট হলে বাকি কাজ আরিফ শেখকে নিয়ে শেষ করেন কার্কি। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন তিনি। ৮১ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন এই ব্যাটসম্যান। এছাড়া আরিফ শেখ ৩১ ও সুনীল ধামাল ২৮ রান করেন।রোববার ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ডের যুবারা। ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো করে তারা। তবে ওপেনিং জুটিতে ৩৯ রান করার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পারে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হ্যারি টেকর। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওপেনার জ্যাক টেকর। এছাড়া অ্যাডাম ডেনিসন করেন ২১ রান। নেপালের পক্ষে সন্দীপ লামিছানি হ্যাট্রিকসহ ২৭ রানে ৫টি উইকেট নেন। এছাড়া দিপেন্দ্র সিং আইরি পান ২টি উইকেট।উল্লেখ্য, ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচে ভারত জয়ী হলে প্রথমবারের মত মূল পর্বে খেলার সুযোগ পাবে নেপাল যুবারা।আরটি/এমআর/এমএস

Advertisement