ধর্ম

ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার দোয়া

আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠ বন্ধু ও সাহায্যকারী। তারপরও মহান আল্লাহ কোরআনুল কারিমে উত্তম বন্ধু ও সাহায্যকারী পাওয়ার জন্য তাঁর কাছে সাহায্য প্রার্থনার নির্দেশনা দিয়েছেন। অসহায় মানুষ যেন তার কাছে খুঁজে পায় শান্তির ঠিকানা। ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার আল্লাহর শেখানো দোয়াটি কী?

Advertisement

আল্লাহ তাআলা মানুষের জন্য ভালো বন্ধু  ও সাহায্যকারী পাওয়ার জন্য একটি আয়াত তুলে ধরেছেন। এতে আছে চমৎকার তিনটি প্রার্থনা। তাহলো-

رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا

উচ্চারণ : ‘রাব্বানা আখরিঝনা মিন হাজিহিল কারইয়াতিজ জালিমি আহলুহা ওয়াঝআল লানা মিল্লাদুংকা ওয়ালিয়্যাও ওয়াঝআল লানা মিল্লাদুংকা নাছিরা।’

Advertisement

অর্থ : হে আমাদের রব! আমাদেরকে এ জালেম অধ্যুষিত জনপথ/অঞ্চল থেকে মুক্তি দাও। তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও। আর তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও।’ (সুরা নিসা : আয়াত ৭৫)

কত চমৎকার দোয়া! মহান রব মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আবার সুন্দর এবং নিরাপত্তার সঙ্গে থাকার জন্য উত্তম সাথী ও সাহায্যকারীর পাওয়ার জন্য তাঁরই কাছে দোয়া করার চমৎকার ভাষাও শিখিয়ে দিয়েছেন। মানুষের জন্য এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে!

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মহান রবের শেখানো ভাষায় দুনিয়ার অত্যাচার থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করা। ভালো বন্ধু ও উত্তম সাহায্যকারী পেতেও তার কাছে প্রার্থনা করা। একমাত্র তিনিই মানুষের কল্যাণে সব কিছু করতে পারেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/এএসএম