প্রবাস

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

বেলজিয়ামে বন্ধুসভার আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) দেশটির নামুর শহরের ডোমেইন দ্যা চেফতগন পার্কে এ বনভোজন হয়।

Advertisement

প্রবাসে বাংলাদশি কমিউনিটির মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা।

বনভোজনে যাওয়ার পথে চলন্ত বাসে গান ও কৌতুক পরিবেশনে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়। পিকনিক স্পটে পৌঁছার পর দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলে।

যৌথভাবে পরিচালনা করেন আরিফুল ইসলাম ও মশিউর রহমান সুমন। বনভোজনে অংশ নেওয়া মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল বিহঙ্গের মতো।

Advertisement

দুপুরের পর শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের চেয়ার খেলা ও পুরুষদের পিংক খেলাসহ ছিল নানা ইভেন্ট।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করবে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাজিব, মাহমুদুল হাসান মম, শেখ সেলিম ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

Advertisement

এমআইএইচএস/এমএস