স্বাস্থ্য

শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা আগস্টে

আগস্টের শুরুতে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সুরক্ষা অ্যাপে শিক্ষা কেন্দ্রগুলোতে নিবন্ধন সম্পন্ন হলেই এই কার্যক্রমের শুরু হবে।

Advertisement

সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রমবিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি জানান, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমরা নিয়েছি। টিকা পেতে আমাদের একটু কষ্ট হয়েছে। ডব্লিউএইচও আরও ৩ কোটি টিকা পাওয়ার আশ্বাস পেয়েছি।

জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের এই টিকা দেওয়া হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে তাদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শেষ করা ছাড়া টিকা দেওয়া শুরু করা যাচ্ছে না। আশা করছি আগামী মাস থেকে শিশুদের টিকা দেওয়া সম্ভব হবে।

এএএম/এমআরএম/এমএস

Advertisement