জাতীয়

সবাইকে রাজা হতে হবে : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, “আমাদের শহর ‘ঢাকা’ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। একজন মেয়র কিংবা কতিপয় কর্মচারী দিয়ে পুরো ঢাকাকে রক্ষা করা সম্ভব নয়। রাজার রাজত্বে সবাইকে রাজা হতে হবে, নইলে রাজত্ব থাকে না।”শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।সাঈদ খোকন বলেন, এ বছরকে আমরা ‘পরিচ্ছন্নতা বছর’ ঘোষণা করেছি। আমরা আমাদের এ ঐতিহ্য আর মায়ার শহরকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চাই। পৃথিবীর অনেক শহরে সেখানকার মানুষের মধ্যে কোনো আন্তরিকতা নেই, নেই ঐহিত্যের মায়া। কিন্তু ঢাকায় তা রয়েছে। এর তাগিদ থেকেও ঢাকাকে আমাদের রক্ষা করতে হবে। আর এ দায়িত্ব মেয়রের একার নয়। প্রত্যেককে মেয়রের ভূমিকা দেখতে চাই।কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃতি করে মেয়র বলেন, “আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। তেমনি আমরা সবাই মেয়র, এই ঢাকা শহরে।”মেয়র আরো বলেন, “আমরা সবাই নিজের আঙ্গিনাকে আগে পরিস্কার করি, এরপর আশপাশ। এই হাত দিয়ে যদি আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতে পারি তবে গুছিয়েও ডাস্টবিনে রাখতে পারব। এ জন্য আগে সবার মন ও মানসিকতাকেও পরিস্কার আর পরিবর্তন করতে হবে।”এছাড়া এবারের বইমেলায় আলোর স্বল্পতা যাতে না হয় সে জন্য পুলিশকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগীতা করবেন বলে জানান। মেলার শুরুর আগেই পুরো বইমেলা প্রাঙ্গণ এলইডি লাইটে আলোকিত করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।মেয়র বলেন, ভাষা শহীদ দিবসেও আমরা এলইডি লাইট জ্বালাতে চাই। পুরো ঢাকা শহরে আমরা ৩২ হাজার এলইডি লাইটের ব্যবস্থা করছি। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণসহ বেশ কয়েকটি স্থানে এলইডি লাইন জ্বালানো হবে।আগামী এক মাসের মধ্যে ঢাকা শহরে ৫ হাজার ডাস্টবিন বসানো হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, আমরা ২০ হাজার ডাস্টবিন স্থাপন করব। প্রথম পর্বে ৫ হাজার, দ্বির্তীয় পর্বে বাকি ১০ হাজার। সবাই ডাস্টবিনে ময়লা ফেলব।অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেইউ/আরএস/এমএস

Advertisement