লাইফস্টাইল

শিশুকে মশা কামড়ালে দ্রুত যা করবেন

বর্ষায় মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। এ সময় মশাবাহিত নানা রোগের ঝুঁকিও বাড়ে। তাই এ মৌসুমে ছোট-বড় সবারই সতর্ক থাকা জরুরি। রাজধানীতে এরই মধ্যে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই এখন বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করুন।

Advertisement

আর অবশ্যই মশার কামড় থেকে শিশুকে বাঁচাতে বিশেষভাবে সতর্ক থাকতে হয়। শিশুদের ত্বক অনেক কোমল হওয়ায় মশার কামড়ে তাদের খুবই কষ্ট হয়। তাদের সহ্যশক্তিও অনেক কম।

তাই যদি কখনো শিশুকে মশা কামড়ায় তাহলে অবশ্যই মশার কামড় থেকে চুলকানি, ব্যথা ও ত্বকের লালচেভাব থেকে স্বস্তি দিতে কয়েকটি কাজ অবশ্যই করুন। জেনে নিন কী কী-

>> খাবার সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ওই পেস্ট লাগিয়ে দিতে পারেন ক্ষতের উপর।

Advertisement

>> চুলকানি বেশি হলে বরফের টুকরো দিয়ে সামান্য মালিশ করে দিন।

>> বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে, তার শাঁসও লাগাতে পারেন। এতেও কমবে জ্বালাপোড়া।

তবে ভুলেও শিশুর ত্বকে কোনো ধরনের মলম ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্যালামাইন ও প্র্যামকসিনসমৃদ্ধ মলমই মশার কামড় থেকে তৈরি হওয়া ব্যথা ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে।

তবে যেসব মলমে অ্যানাস্থেটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান থাকে, তা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এ ধরনের মলম শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

জেএমএস/জিকেএস