রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের পেত্রপাভলোভস্ক শহরের ১০৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। শহরটির কামচাটকা ক্রাইর ১৫৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। কম্পনে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজনকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। কামচাটকা কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। কম্পনের পর ওই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আফটার শক অনুভূত হয়।রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা বিভিন্ন ভবনে অনুসন্ধান চালাচ্ছে। ইউলিয়া আনানইয়েভা নামের একজন বলেন, আমাদের অফিসের ঝুলন্ত ঝাড়বাতি কম্পনের সময় দুলতে থাকে। তিনি বলেন, ওই এলাকায় যেসব ভবন তৈরি করা হয়েছে তা ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল। এসআইএস/এমএস
Advertisement