দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে করোনায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আলাউদ্দিন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের বাসিন্দা।

Advertisement

রোববার (১৭ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

এদিকে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস