ধাঁধা:১. ‘কাটলে মাথা যুদ্ধ বাঁধে, লেজ কেটে দূর হাঁকে। গটগটিয়ে হাঁটে দেখ, আসল কথাটা ভেবে লেখ।’২. ‘কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা, নয় হাজার তেতুল গাছে কয় হাজার পাতা?’৩. ‘কাটবে যত বাড়বে তত হবে নাকো ক্ষয়, এমন কি বস্তু আছে বল তো দেখি কি হয়?’৪. ‘কারো সঙ্গে এলে যায় না ফেলে রাখা, একলা দেখে তাকে তুচ্ছ মনে রাখা।’উত্তর : ১. চরণ২. ১৮ হাজার৩. পুকুর৪. শূন্যএসইউ/এমএস
Advertisement