দেশজুড়ে

উপজেলা চেয়ারম্যানকে মারধর করলেন এমপি

কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি কমিটির বৈঠকেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (১৬ জুলাই) বিকেলে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে। এ সময় কুমিল্লায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক নেতা জানান, শনিবার বিকেল ৩টা থেকে সংসদ ভবনের এলডি হলে আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার উপজেলার এলাহাবদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিরাজ ও সাধারণ সম্পাদক হিসেবে স্বপনের নাম ঘোষণা করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘোষিত কমিটিকে সমর্থন দেন।

এতে সংসদ সদস্য রাজী ফখরুল ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে কিল, ঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার জাগো নিউজকে বলেন, অজ্ঞাত কারণে ২৮ বছর ধরে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মোতাবেক আগামী ২১ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়। সে হিসেবে এলডি হলে আজ প্রস্তুতি সভা ছিল। সেখানে আমি এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করি। এতেই এমপি রাজী ফখরুল ক্ষিপ্ত হন। এ সময় আমাদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনার কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এক খুদে বার্তায় তিনি লিখেন, ‘বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি ভালো ব্যাখ্যা করতে পারবেন। এটা আশ্চর্যজনক যে একজন জুনিয়র কীভাবে সিনিয়রদের আক্রমণ করতে পারে এবং মিথ্যা তথ্যকে সত্য বলে দাবি করে। নিজেকে ঢামেকে ভর্তি করা এবং আহত না হয়েও এটি প্রচারের পেছনে খারাপ উদ্দেশ্য প্রমাণ করে।’

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

Advertisement