দেশজুড়ে

ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত কৃষককে সংবর্ধনা

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আর এস পোল্ট্রি খামারের স্বত্তাধিকারী মো. আকমল হোসেন ২০১৫ সালের পোল্ট্রি খামার করে বঙ্গবন্ধু জাতীয় পুরষ্কার পেয়েছেন। কালিকাপুরবাসী শুক্রবার তাকে সংবর্ধনা প্রদান করেন।সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আমিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদফতর পাবনা কৃষিবিদ খুরশিদ আলম, ঈশ্বরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মহির উদ্দিন, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বকুল সরদার, ইব্রাহিম হোসেন মাস্টার প্রমুখ। এর আগে এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন, মাত্র ৫০টি মুরগি দিয়ে খামারের শুরু হলেও আজ চার হাজারের বেশি মুরগি ও গাভী রয়েছে খামারে। কালিকাপুরবাসী আজ আমাকে যে সন্মাননা প্রদান করেছেন তা কখনো আমার পক্ষে ভোলার নয়। কৃষি বান্ধব এই সরকার আমাকে পোল্ট্রি খামার করার জন্য বঙ্গবন্ধু ব্র্রোঞ্জ পদক প্রদান করেছেন। পদক পাওয়াতে আমি পোল্ট্রি ও গাভী পালনের প্রতি আরও বেশি মনোযোগী হবো। তিনি আরও বলেন, সঠিক পথে কাজ করলে পুরস্কার এক সময় সকলের ঘরেই আসবে। বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারে নির্বাচিত করেছেন। এই জন্য আমি বর্তমান সরকারের কাছে চিরকৃতজ্ঞ। সেই সঙ্গে এই পুরস্কারে নির্বাচিত হওয়ায় আজ আমার কাজের অগ্রগতি আরও গতিশীল হয়েছে। আমি বিশ্বাস করি পরিশ্রম করলে একদিন ভাগ্যের পরিবর্তন আসবেই। আজ আমার দীর্ঘ দিনের পরিশ্রম স্বার্থক এবং সফল হয়েছে। আমার এই পুরস্কার আমি ঈশ্বরদীর সকল কৃষকের মাঝে উৎস্বর্গ করলাম। আগামীতে যেন ঈশ্বরদীর অন্য কৃষকেরা আর বড় কোনো পদকে ভূষিত হন আমি সেই কামনা করছি।আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস

Advertisement