“মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা” গানের গীতিকার, সুরকার ও পঞ্চকবি অতুল প্রসাদ সেনের একটি ম্যুরাল শরীয়তপুরের নড়িয়ায় কবির প্রতিষ্ঠিত বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ম্যুরালের উদ্বোধন করেন।অনুষ্ঠানে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, গীতিকার, সুরকার ও পঞ্চকবি অতুল প্রসাদ সেন। এই গীতিকার, সুরকারকে স্মরণে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কবির জন্মবার্ষিকীতে অতুল মেলা আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে অতুল প্রসাদ সেনের প্রতিষ্ঠিত পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।জেলা প্রশাসক রামচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা আ.লীগের সভাপতি আব্দুর রব মুন্সি ও সাধারন সম্পাদক অনল কুমার দে প্রমুখ।মো. ছগির হোসেন/বিএ
Advertisement