করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ ৪ জুলাই চট্টগ্রামে করোনায় একজন মারা যান। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৬ জন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৯৮৮ জনে।
শনিবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন (শুক্রবার) ৫৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৯৭ শতাংশ।
Advertisement
শনিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৩৮ জন নগরের এবং তিনজন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে করা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ১২ জন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে ৮ জন, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে দুইজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৬ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে করা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়।
ইকবাল হোসেন/কেএসআর/এএসএম
Advertisement