অর্থনীতি

মেলায় আয়কর তথ্য সেবা দিচ্ছে ‘গোল্ডেন বাংলাদেশ’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত ক্রেতা ও দশনার্থীদের বিনামূল্যে আয়কর তথ্য সেবা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ‘গোল্ডেন বাংলাদেশ’। মেলায় ইপিবি-প্যাভিলিয়নে এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া তথ্য সেবার কেন্দ্রের পাশাপাশি প্রকাশনা, ওয়েবসাইট (www.goldenbusinessbd.com) এবং ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে আয়কর ও ব্যবসা সম্বন্ধীয় সকল তথ্য সেবা সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।নারীদের উন্নয়নেও একটা ওয়েবসাইট চালু করা হয়েছে। যেখানে নারীরা আন্তর্জাতিক আইন, বিভিন্ন সেক্টরে প্রথম নারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ, সফল নারী উদ্যোক্তাদের জীবনী সংরক্ষণ, নারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপসসহ নানা ধরণের তথ্য সম্পর্ক পরামর্শ দেয়া হয়।আয়কর তথ্য কেন্দ্রের মার্কেটিং অফিসার শরিফুর রহমান জানান, দেশের মানুষকে আয়কর সম্পর্কে নির্ভুল ও সঠিক ধারণা দেয়ার জন্যই আমারা বাণিজ্য মেলায় হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা। তাদেরকে কিভাবে সহজ পদ্ধতিতে আয়কর প্রদান করবে সে সম্পর্কে উদ্বুদ্ধ করা। পাশাপাশি একটি সুন্দর সোনার বাংলা গড়া আমাদের গোল্ডেন বাংলাদেশের লক্ষ্য।তিনি আরো জানান, সারাদেশ থেকে আমরা বিভিন্ন সেচ্ছাসেবী সংগ্রহ করছি। তাদের প্রশিক্ষণ দিয়ে এ তথ্য যেন সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারে সেভাবে গড়ে তুলা হবে। এছাড়া সামাজিক সচেতনতামূলক বিশেষ উদ্যোগ ‘সমাজ বৃক্ষ’ চালু করেছি। যার মাধ্যমে নারী নির্যাতন, কুশিক্ষা, অপরাজনীতি, ভেজাল, অধর্ম, মাদক, অপসংস্কৃতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি সমাজ থেকে দূর করা।গোল্ডেন বাংলাদেশ থেকে জানানো হয়, ওয়েবসাইটটির (http://www.goldenfeminabd.com/) মাধ্যমে নারীরা সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন। এ দেশে অনেক মা-বাবা টাকা বা অন্যান্য কারণে বিয়ে দিতে পারছেন না। তাদের জন্য আমরা বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য তারা ওয়েবসাইটে (www.goldenmarriagebd.com) গিয়ে বিস্তারিত জানতে পারবেন। যেখানে দেশি-বিদেশি পাত্র-পাত্রী থেকে পছন্দের জীবন সঙ্গীকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে।এসআই/আরএস

Advertisement