কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে জেলার চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে দলের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।কুমিল্লা (উত্তর) জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক আলী আশ্রাফ। ওই সভায় ইতোমধ্যে জেলার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটি নিয়ে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আহ্বায়ক কমিটির সদস্যদের বিরোধ নিরসনসহ শোকজ নোটিশ প্রত্যাহার করে নেয়া হয়। সভায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে অন্যান্যের বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আ.লীগ নেতা শফিউল বশর ভাণ্ডারী, বাদল রায়, ম.রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশীদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রোশন আলী মাস্টার, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, চান্দিনার পৌর মেয়র মফিজুল ইসলাম, শহিদুল্লাহ, সফিউল হক মোল্লা, দেওয়ান জাহাঙ্গীর প্রমুখ। কামাল উদ্দিন/ এমএএস
Advertisement