সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান ও চিকিৎসক ডা. সুস্মিতা।
Advertisement
দুই চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান। পরে দুইদিন আগে পরীক্ষা করালে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
এদিকে, গত দুইদিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত হন সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুস্মিতা। শরীরে ব্যথা অনুভব করলে বুধবার পরীক্ষা করালে তারও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনিও আইসোলেশনে আছেন।
Advertisement
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন আরও বলেন, আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। মাস্ক পরতে হবে। সচেতন হতে হবে।
লিপসন আহমেদ/এমআরআর/জেআইএম
Advertisement